রিপকর্ড ১০ইসি (সাইপারমেথ্রিন)
বিষক্রিয়ার ধরনঃ স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক।
উৎপাদনকারীঃ BASF, জার্মানী
রিপকর্ড ১০ইসি কি?
রিপকর্ড ১০ইসি একটি স্পর্শ ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় নন-সিস্টেমিক কীটনাশক। এছাড়াও ইহা এন্টিফিডিং ক্রিয়া প্রদর্শন করে। এর প্রতি লিটারে ১০০ গ্রাম সক্রিয় উপাদান ‘সাইপারমেথ্রিন’ আছে।
রিপকর্ড ১০ইসি কেন ব্যবহার করবেন?
রিপকর্ড ১০ইসি অন্যান্য কীটনাশকের তুলনায় অতি দ্রুত পোকা দমন করে।
রিপকর্ড ১০ইসি স্প্রে করার পর পাতা দ্রুত শুষে নেয়, ফলে বৃষ্টির পানিতে ধুয়ে যায় না এবং আলোতে বেশ স্থায়ীত্বশীল, তাই এর কার্যকারিতা অনেক বেশি।
রিপকর্ড ১০ইসি খুব অল্প মাত্রায় কার্যকর বিধায় খরচ কম পড়ে।
ব্যবহার উপযােগী ফসল ও বালাইঃ
১। বেগুন, বরবটি, শিম- ডগা ও ফলছিদ্রকারী পােকা।
২। আম- হপার (গাছ ফড়িং)।
৩। তুলা- বােল ওয়ার্ম বা গুটিপােকা।
৪। পাট- বিছাপােকা, ঘােড়াপােকা ও কাতরীপােকা।
৫। চা- চায়ের মশা।
৬। সব ফসলের ল্যাদা পোকা ও বিছাপোকা।
প্যাক সাইজঃ
৫০মিলি, ১০০মিলি ও ৪০০মিলি।
ডোজঃ ১.০মিলি/লিটার।
0 Reviews:
Post Your Review